সিটি স্ক্যান কি?
কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান সংক্ষেপে সিটি স্ক্যান নামে পরিচিত। এটি এক প্রকার এক্স-রে। তবে তফাৎ হচ্ছে এক্স-রে এর মত একটি ছবি নেয়া হয় না। এক্স-রে টিউবের আবর্তনের মাধ্যমে অসংখ্য ছবি নেয়া হয়। অনেকটা শরীর টুকরো করে প্রস্থচ্ছেদের ছবি নেয়ার মত। পরে ছবিগুলো কম্পিউটারে প্রক্রিয়াকরণের মাধ্যমে একত্র করা হয়।
যে সকল পরীক্ষা করা হয়-
কেন করা হয়?
সিটি স্ক্যান করার মাধ্যমে শরীরের ভেতরের নিখুঁত ছবি পাওয়া যায়। ফলে বিভিন্ন রোগ নির্ণয়ে পরীক্ষাটি সহায়ক হয়। যেসব ক্ষেত্রে সিটি স্ক্যান করা হতে পারে:
১.ক্যান্সার বা টিউমার নির্ণয়,
২.মস্তিষ্কের রোগ বা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে কিনা নির্ণয়,
৩.হৃদযন্ত্রের কোন রোগ বা রক্ত প্রবাহে কোন বাধা রয়েছে কিনা জানতে,
৪.ফুসফুসের রোগ নির্ণয়,
৫.হাড় ভাঙ্গা বা অন্য কোন সমস্যা নির্ণয়,
৬.কিডনী বা মূত্রসংবহন তন্ত্রের কোন রোগ বা পাথর সনাক্ত করণ,
৭.পিত্তথলি, লিভার বা অগ্নাশয়ের রোগ নির্ণয়,
৮.বায়োপসি করার ক্ষেত্রে গাইড হিসেবে সিটি স্ক্যানের সাহায্য নেয়া হতে পারে,
৯.ক্যান্সার রোগীর ক্যান্সারের বিস্তৃতি সম্পর্কে জানতে সিটি স্ক্যান করা হয়,
১০.এছাড়া যেসব রোগীকে পেস মেকার, ভাল্ভ বা এ জাতীয় যন্ত্র দেয়া হয়েছে তাদের এমআরআই করা যায় না, এ কারণে সিটি স্ক্যান করতে হয়।
জে ডি প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ক্লিনিক (জে ডি প্যাথলজি সেন্টার) যাত্রার প্রারম্ভকাল থেকেই সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের মাধ্যমে সুনাম অর্জন করেছে।
শনিবার :- সকাল ৮ টা থেকে রাত ১০ টা |
রবিবার :- সকাল ৮ টা থেকে রাত ১০ টা |
সোমবার :- সকাল ৮ টা থেকে রাত ১০ টা |
মঙ্গলবার :- সকাল ৮ টা থেকে রাত ১০ টা |
মঙ্গলবার :- সকাল ৮ টা থেকে রাত ১০ টা |
মঙ্গলবার :- সকাল ৮ টা থেকে রাত ১০ টা |
শুক্রবার :- সকাল ৭ টা থেকে রাত ১০ টা |
ইমার্জেন্সি :- ২৪ ঘন্টা সেবা |